নেপালের বিলুপ্ত পার্লামেন্ট পুনরুদ্ধারের দাবি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর

কে পি শর্মা ওলি
বিদেশে এখন
0

নেপালে বিলুপ্ত পার্লামেন্ট পুনরুদ্ধারের দাবি জানালেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। সরকার পতনের তিন মাসের বেশি সময় পর, শনিবার তার দল কমিউনিস্ট পার্টির এক সমাবেশে অংশ নিয়ে এ দাবি জানান তিনি।

নিজের দল কমিউনিস্ট পার্টির ইউএমএলের এ সমাবেশে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। সমাবেশে দলীয় পতাকা উত্তোলন করেন ওলি।

ব্যাপক জনসমর্থনের মুখে ওলি জানান, এটি তাদের সবচেয়ে বড় সমাবেশ।

আরও পড়ুন:

নির্বাচিত এবং মনোনীতসহ ২ হাজার ২০০ জনেরও বেশি প্রতিনিধি এবং ৩০৯ জন পর্যবেক্ষক এই সম্মেলনে অংশ নেন। যারা দলের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। গেল সেপ্টেম্বরে জেন-জিদের আন্দোলনের জেরে পদত্যাগ করেন কেপি শর্মা ওলি।

এফএস