কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে শিক্ষার্থীসহ নিহত ১৭

খাদে পড়া স্কুলবাস
বিদেশে এখন
0

কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি স্কুলবাস খাদে পড়ে শিক্ষার্থীসহ ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। গতকাল (রোববার, ১৪ ডিসেম্বর) এক্স (সাবেক টুইটার) বার্তায় অ্যান্টিওকিয়ার গভর্নর এ তথ্য জানান।

তিনি আরও জানান, রোববার রাতে অ্যান্টিওকেনো হাই স্কুলের শিক্ষার্থীরা সমুদ্র সৈকতে তাদের সমাবর্তন উদযাপন করতে যায়। স্কুল ট্রিপ শেষ করে ক্যারিবীয় শহর টোলু থেকে মেডেলিন ফেরার পথে বাসটি খাদে পড়ে যায়।

আরও পড়ুন:

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা জীবিতদের উদ্ধার করেন। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক্স বার্তায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

এসএইচ