প্রশান্ত মহাসাগরে সন্দেহজনক তিন জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

ট্রাম্পের পোস্ট করা হামলা হওয়া জাহাজের ছবি
বিদেশে এখন
0

মাদক পরিবহনের অভিযোগে প্রশান্ত মহাসাগরের জলসীমায় সন্দেহজনক তিনটি জাহাজের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে প্রাণ হারিয়েছে অন্তত তিনজন।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আক্রমণে একটি জাহাজে থাকা তিনজন মাদকসন্ত্রাসী নিহত হয়েছে। বাকি দুটি জাহাজ ছেড়ে পালিয়ে যায় আরও আট জন।

জীবন বাঁচাতে তারা লাফিয়ে পড়ে সাগরে। তাদের সন্ধানে একটি বিমান ও জাহাজ মোতায়েন করেছে মার্কিন বাহিনী।

আরও পড়ুন:

হামলায় তিনটি জাহাজই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে ৩০টির বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১১০ জন।

এফএস