রাশিয়ার পতাকাবাহী মেরিনেরা ট্যাংকারটিকে প্রায় দুই সপ্তাহ ধাওয়া করার পর আইসল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যবর্তী জলসীমায় আটক করতে সফল হয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, জাহাজটি ২০২৪ সালে নিষিদ্ধ ঘোষিত বেলা-ওয়ান নামে ছিল। পরে নিষেধাজ্ঞা এড়াতে নাম পাল্টে মারিনেরা রাখা হয় এবং টাঙিয়ে দেয়া হয় রুশ পতাকা। যদিও ট্যাংকারটি রক্ষায় একটি সাবমেরিন পাঠিয়েছিল রাশিয়া।
আরও পড়ুন:
এদিকে, এম/টি সোফিয়া নামে পানামার পতাকাবাহী দ্বিতীয় ট্যাংকারটি জব্দ করা হয় ক্যারিবীয় অঞ্চল থেকে। অবৈধ কার্যকলাপ পরিচালনার অভিযোগ আনা হয় ট্যাংকারটির বিরুদ্ধে। নিষেধাজ্ঞাভুক্ত ও অবৈধ কাজে জড়িত সব ধরনের জাহাজ বা ট্যাংকারের ওপর অবরোধ বিশ্বের যেকোনো প্রান্তে কার্যকর থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।





