বিদেশি সেনাদের ফেরত পাঠাবে মালদ্বীপ

অন্তর্বর্তী প্রেসিডেন্ট
এশিয়া
বিদেশে এখন
0

মালদ্বীপের ভূখণ্ডে কোনো বিদেশি সেনাবাহিনী থাকবে না। কূটনীতির মাধ্যমে দেশটির মাটি থেকে সব ধরনের বিদেশি সামরিক উপস্থিতি প্রত্যাহার করা হবে।

শুক্রবার শপথ নেয়ার সময় এ ঘোষণা দেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। আভাস দেন দেশের পররাষ্ট্র নীতি পরিবর্তনের।

ভারত মহাসাগরীয় দ্বীপদেশটিতে প্রতিবেশী ভারত ও চীনের প্রভাব প্রবল। গেলো সেপ্টেম্বরের নির্বাচনে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুইজ্জু।

আরো পড়ুন:

ভারত নির্ভর পররাষ্ট্রনীতি অনুসরণ করতেন বলে সমালোচিত ছিলেন সলিহ। নির্বাচনী প্রচারণার সময়েই প্রতিপক্ষ মুইজ্জু জানিয়েছিলেন, প্রেসিডেন্ট হলে মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের ফেরত পাঠাবেন তিনি।

নির্বাচনের পর গেলো মাসেও এ নিয়ে যতো দ্রুত সম্ভব কাজ শুরু করার কথা জানান তিনি। তবে একইসঙ্গে জোর দেন জাতীয় উন্নয়নের স্বার্থে ভারত ও চীনের সঙ্গে বিনিয়োগের সম্পর্ক জোরদারের ওপর।

বিলাসবহুল পর্যটনের জন্য প্রসিদ্ধ, সোয়া পাঁচ লাখ বাসিন্দার মালদ্বীপে বর্তমানে অবস্থান করছে ভারতের প্রায় পৌনে ১শ' সেনা।

এসএস