ভারতকে জবাব দিতে সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা পাকিস্তানের নিরাপত্তা কমিটির

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক
এশিয়া
বিদেশে এখন
0

ভারতকে হামলার জবাব দিতে সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। উল্টোদিকে অপারেশন সিন্দুরকে ভারতের গর্ব হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাতিল করেছেন ইউরোপ সফর। প্রয়োজন অনুযায়ী জবাব দিতে ভারতের সামরিক বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এদিকে ভারতের হামলায় নিজ পরিবারের ১০ সদস্য হারানোর কথা জানিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন জইশ-ই-মুহাম্মাদের প্রধান মাসুদ আজহার।

রাতভর ভারতের আক্রমণ ও পাকিস্তানের রক্ষণের লড়াই চললেও সীমান্তে থামেনি উত্তেজনা। কৃতিত্ব ধরে রাখায় দুই দেশই বাহবা দিচ্ছে সামরিক বাহিনীকে। এর মধ্যেই ভারতকে হামলার জবাব দিতে সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। এসময় সন্ত্রাসী আস্তানার অভিযোগে তুলে বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট-জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘কোনো প্রকার উস্কানি ছাড়া যখন ভারত আগ্রাসন চালায়, তখন আঞ্চলিক অখণ্ডতা ও জনগণের সুরক্ষার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী মোকাবিলা শুরু করে। এসময় বিমান ভূপাতিত করা হয়। হামলার জবাবের স্থান, কাল ও পাত্র নির্ধারণের অধিকার রাখে পাকিস্তান।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, ভারতের হামলার বিরুদ্ধে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে সেনারা। এ কারণেই নয়াদিল্লির ৭৫টির মধ্যে ভূপাতিত করা হয়েছে মাত্র পাঁচটি যুদ্ধবিমান।

অন্যদিকে অপারেশন সিন্দুরকে ভারতের গর্ব হিসেবে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে ভারত। এরইমধ্যেই আসন্ন ক্রোয়েশিয়া, নেদারল্যান্ড ও নরওয়ের সফর বাতিল করেছেন তিনি। এর আগে, অভিযানের ভিডিও প্রকাশ করে ভারতের সামরিক বাহিনী। এসময় পররাষ্ট্র সচিব জানান, ভবিষ্যৎ আন্তঃসীমান্ত হামলা প্রতিরোধেই চালানো হয়েছে অপারেশন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ‘পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের ওপর আমাদের গোয়েন্দা নজরদারির পর আমরা জানতে পেরেছি, ভারতের ওপর আবারও হামলার পরিকল্পনা করা হচ্ছিলো। তাই এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিযান পরিচালনা করা হয়েছে।’

এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দাবি, উত্তেজনা বাড়ানোর কোনো আগ্রহ নেই নয়াদিল্লির। তবে প্রয়োজন অনুযায়ী জবাব দিতে প্রস্তুত ভারতের সামরিক বাহিনী।

আজ (বুধবার, ৭ মে) প্রথম প্রহরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে হতাহতের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি দাবি করে নয়াদিল্লি ও ইসলামাবাদ। এছাড়া হামলায় পরিবারের ১০ সদস্যকে হারানোর কথা জানিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন জইশ-ই-মুহাম্মাদের প্রধান মাওলানা মাসুদ আজহার। পাল্টা জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি এবং ব্রিগেডের হেডকোয়ার্টার ধ্বংসের দাবি করে পাকিস্তান।

এসএস