আহমেদাবাদে বিমান বিধ্বস্ত, এক আরোহী জীবিত উদ্ধার

বিধ্বস্ত বিমান থেকে উদ্ধার হওয়া আরোহী
এশিয়া
বিদেশে এখন
0

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১ থেকে এক আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলেছে, ভয়াবহ এ দুর্ঘটনা থেকে বিমানের এক যাত্রী বেঁচে গেছেন। এমনকি তাকে হাঁটতেও দেখা গেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি বিমানটির ১১-এ আসনের যাত্রী ছিলেন। তার পরনে ছিল সাদা টি-শার্ট এবং কালো রঙের ট্রাউজার। তার টি-শার্টে রক্তের ছোপ ছোপ দাগ এবং মুখ ও কপালে জখমের চিহ্নও ছিল। আহমেদাবাদ পুলিশই ওই ব্যক্তির বেঁচে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনার পর আহমেদাবাদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার হতাহতদের পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করেছেন।

এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান নাটরাজন চন্দ্রশেখরন এক বিবৃতিতে বলেন, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে,, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী বিমানটি একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে দুইজন পাইলট ও ১০ জন কেবিন ক্রুসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন জানায়, বিমানটি একটি 'মেডে' (জরুরি সহায়তা) সংকেত পাঠানোর পরপরই বিধ্বস্ত হয়। বিমানটি বিমানবন্দরের সীমানার বাইরে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

এএইচ