পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনাসদস্য নিহত, আহত ২৯

ম্যাপে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান এলাকা
এশিয়া
বিদেশে এখন
0

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছেন অন্তত ২৯ জন।স্থানীয় সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার এক স্থানীয় সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন , ‘একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়িটি একটি সামরিক গাড়িকে ধাক্কা দেয়। ফলে বিস্ফোরণে ১৩ সেনা নিহত হয়েছেন। ১০ সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক নাগরিকসহ মোট ২৯ জন আহত হয়েছেন।’

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করেননি। জেলায় নিযুক্ত এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘বিস্ফোরণে দুটি বাড়ির ছাদও ধসে পড়ে। এতে ছয় শিশু আহত হয়।

এএইচ