তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৬, আহত ২০

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কারখানা
এশিয়া
বিদেশে এখন
0

ভারতের তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় শক্তিশালী বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ গেছে কমপক্ষে ছয়জনের। আহত হয়েছে আরও ২০ জন। আজ (সোমবার, ৩০ জুন) স্থানীয় সময় সকাল ৯টার দিকে হায়দ্রাবাদের পাশামাইলারামের শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য, রিঅ্যাক্টর বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় পুরো কারখানায়। ধসে পড়ে কারখানার উৎপাদন ইউনিট।

ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় ফায়ারসার্ভিস। ১১টি ফায়ার ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলে। পুলিশ ও ফায়ারসার্ভিসের পাশাপাশি জরুরি সেবা কর্মকর্তারাও ঘটনাস্থলে উদ্ধারকাজে নিযুক্ত হন।

অ্যাম্বুলেন্সে করে হতাহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় নিকটস্থ সরকারি ও বেসরকারি হাসপাতালে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। হতাহত কর্মীরা ওড়িশা, উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে রাসায়নিক ইউনিট ও সংলগ্ন অন্যান্য কারখানা ছেড়ে বেরিয়ে যান কর্মীরা।

এএইচ