তাইওয়ানে টাইফুন ডানার আঘাতে নিহত ২

টাইফুন ডানার আঘাতে ভেঙে যাওয়া ঘরবাড়ি
এশিয়া
বিদেশে এখন
0

চীনের তাইওয়ানের দক্ষিণাঞ্চলে টাইফুন ডানার আঘাতে নিহত হয়েছেন অন্তত দুই জন। আহত প্রায় সাড়ে তিনশ’ মানুষ। আজ (সোমবার, ৭ জুলাই) সকালে দ্বীপ রাষ্ট্রটির দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে এটি।

টাইফুন ডানার আঘাতে দেশটির চিআই কাউন্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তলিয়ে যায় রাস্তা-ঘাট, বাড়ি-ঘর ও ধর্মীয় উপাসনালয়। কয়েক ঘণ্টা বিচ্ছিন্ন থাকে বিদ্যুৎ সংযোগ। ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান।

চীনের আবহাওয়া বিভাগের তথ্য মতে, এবছর এখন পর্যন্ত চতুর্থবারের মতো টাইফুনের কবলে পড়েছে তাইওয়ান।

এসএস