ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী আন্দোলনে শতাধিক নারীর ঝাড়ু বিক্ষোভ

ইন্দোনেশিয়ায় ঝাড়ু হাতে নারীদের বিক্ষোভ
এশিয়া
বিদেশে এখন
0

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এবার ঝাড়ু হাতে বিক্ষোভ করেন শত শত নারী। সরকারবিরোধী ও তাদের দাবি-দাওয়া জানিয়ে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করেন তারা।

রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে চলমান বিক্ষোভে ছড়িয়ে পড়া সহিংসতা এবং বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনায় রাস্তায় নামেন দেশটির শত শত নারী। তাদের দাবি, এসব হত্যাকাণ্ডের বিচার করা এবং জনগণের দাবি দাওয়া মেনে নেয়া। রাষ্ট্রের ময়লা পরিষ্কার করতে প্রতীক হিসেবে ঝাড়ু নিয়ে বিক্ষোভে অংশ নেন তারা।

আরও পড়ুন:

গেল শুক্রবার (২৯ আগস্ট) শুরু হওয়া বিক্ষোভে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। দেশব্যাপী বিক্ষোভে পুড়িয়ে দেয়া হয় বহু সরকারি স্থাপনা।

এদিকে বিক্ষোভের মুখে প্রথমদিকে চীন সফর স্থগিত করলেও, পরবর্তীতে বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে উপস্থিত হন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়েন্তে।

এসএস