জাপানে শুরু হয়েছে ২৭তম এশিয়া প্যাসিফিক রিউমাটোলজি কংগ্রেস

শিয়া প্যাসিফিক রিউমাটোলজি
এশিয়া
বিদেশে এখন
0

জাপানের ফুকুওকাতে শুরু হয়েছে ২৭তম এশিয়া প্যাসিফিক রিউমাটোলজি কংগ্রেস। পাঁচদিন ব্যাপী কংগ্রেসে ৪০টি দেশের তিন হাজারের অধিক বিশেষজ্ঞ অংশ নিয়েছেন।

বাত ব্যথা বিশেষজ্ঞদের পাশাপাশি বাংলাদেশ থেকে এসেছেন ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিক সার্জনসহ অর্ধশতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। শুধু বাত ব্যথা বিষয়ক সাড়ে ৬ শ’ রোগ রয়েছে, যেগুলোর বেশ কয়েকটি রোগীদের সম্পূর্ণরূপে অক্ষম করে মৃত্যু ঝুঁকিও বাড়িয়ে দেয়।

আরও পড়ুন:

রিউমাটয়েড আর্থ্রাইটিজসহ ব্যথা বিষয়ক সব ধরনের রোগের সর্বাধুনিক চিকিৎসার কলাকৌশল জানতেই প্রতিবছরের ন্যায় এবার এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিশেষজ্ঞরা জড় হয়েছেন জাপানের ফুকুওকাতে।

এসএস