শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ‘মন্থা’, ভারতের ৩ রাজ্যে সতর্কতা

ঘূর্ণিঝড় মন্থার স্যাটেলাইট আপডেট
পরিবেশ ও জলবায়ু , এশিয়া
বিদেশে এখন
0

বঙ্গোপসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) গতকাল (সোমবার, ২৭ অক্টোবর) সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মন্থা’ খুব সম্ভবত আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাতের সময় ভারতের অন্ধ্রপ্রদেশের মচিলিপাটনাম থেকে কালিংগাপাটনমের মধ্যবর্তী কাকিনাড়ার কাছে আঘাত হানবে। শক্তিশালী এ ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ১১০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবকে মাথায় রেখে অন্ধ্রপ্রদেশের ১৬টি জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আইএমডি জনগণকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে।

এদিকে, ভারতের দক্ষিণাঞ্চলীয় দুই রাজ্য তামিলনাড়ু, অন্ধ্র এবং পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় এরইমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করেছে। উপকূলীয় এলাকাগুলো থেকে লক্ষাধিক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। ঘূর্ণিঝড় শেষ না হওয়া পর্যন্ত জেলেদের সমুদ্র থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে।

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে অন্ধ্রপ্রদেশের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি প্রভাবিত হবে বিশাখাপাটনম, আনাকাপালে ও পশ্চিম গোদাবরী জেলা। এ তিন জেলায় দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। তাই কড়া সতর্কতা জারি করা হয়েছে রাজ্যটিতে। সোমবার অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে আনাকাপল্লি জেলায় বুধবার পর্যন্ত স্কুলে ছুটি দেয়া হয়েছে। মানুষজনের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়, কন্ট্রোলরুম খোলা হয়েছে। পরিস্থিতির উপরে নজর রাখছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু।

এএইচ