তুষারশিল্পের সম্প্রসারণে পর্যটন খাতে চীনের সাফল্য

স্কি গ্রাউন্ডে স্কি করছেন করছেন পর্যটক
এশিয়া
বিদেশে এখন
0

তীব্র তুষারপাত ও হাড়-কাঁপানো শীতেও পর্যটন খাতে সাফল্য পেয়েছে চীন। এবারের শীত মৌসুমে স্কি-রিসোর্টগুলোতে ভ্রমণপিপাসুদের আনাগোনা বেড়েছে গেল বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। মাত্র এক মাসেরও কম সময়ে পর্যটক ও দর্শনার্থীদের থেকে আয় হয়েছে প্রায় ৩ হাজার ৬৩৫ কোটি ইউয়ান। পর্যটনখাতে এ সাফল্যের পেছনে আছে তুষারশিল্পের সম্প্রসারণ।

শুভ্র বরফের চাদরে ঢাকা পড়া বিস্তীর্ণ এ অঞ্চলটি মূলত দক্ষিণ পূর্ব চীনের ইউন্নান প্রদেশের একটি স্কি গ্রাউন্ড, যেখানে মনের আনন্দে বরফের ওপর স্কি রানার ব্যবহার করে খেলায় মেতেছেন পর্যটকরা।

চীনে এবার শীত মৌসুম শুরু হয়েছে তীব্র তুষারপাত আর মারাত্মক শৈত্যপ্রবাহ। অনেক বিস্তীর্ণ অঞ্চলে এখনও জমে আছে বরফের পুরু স্তর। আর এ সুযোগ কাজে লাগিয়ে নতুন নতুন অফার দিচ্ছে চীনা স্কি রিসোর্টগুলো।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব স্পোর্টসের তথ্য বলছে, শীত মৌসুমের প্রথম মাস ডিসেম্বরে স্কি রিসোর্টগুলোতে বেড়াতে গেছেন প্রায় ৩ কোটি ৫০ লাখ দর্শনার্থী। যা গেল বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। এরমধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ১ লাখ ৯০ হাজার। অর্থাৎ গেল মৌসুমের চেয়ে প্রায় ৬৬ শতাংশ বেশি পর্যটক বেড়াতে গেছেন চীনে।

চলতি শীত মৌসুমে ভ্রমণপিপাসুদের ব্যয় বেড়েছে গেল বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ। এ মৌসুমে পর্যটক ও দর্শনার্থীদের থেকে আয় হয়েছে প্রায় ৩ হাজার ৬৩৫ কোটি ইউয়ান।

আরও পড়ুন:

তুষারপাতকে একটি শিল্পখাতে পরিণত করতে ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত নানা উদ্যোগ নিয়েছে চীন। বরফের মধ্যে স্কি ট্রাক ও রিসোর্ট নির্মাণ করে প্রকৃতির এ সম্পদকে উপযুক্তভাবে ব্যবহার করছে তারা। বলা হচ্ছে ২০১৬ সালে চীনের তুষার শিল্পের আকার ছিল ৩ হাজার ৬৪৭ কোটি ইউয়ান, ১০ বছরে তা বেড়ে ৯৮০০ কোটিতে পৌঁছেছে। এ খাতে বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল ২১ দশমিক ০৯ শতাংশ। আশা করা হচ্ছে, চলতি বছর এই শিল্পের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে।

আর এ সাফল্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এ স্কি রিসোর্টগুলো। ২০১৩-১৪ মৌসুমে চীনে এমন রিসোর্ট ছিল মাত্র পাঁচটি, ২০২৩-২৪ মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৯টি তে। বর্তমানে চীনের স্কেটিং ভেন্যুর সংখ্যা ১ হাজার ৭২৫টি। স্কেটিং গ্রাউন্ডের সংখ্যা বাড়ানোর পাশাপাশি শীত মৌসুমে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা আরও সম্প্রসারিত করায় শীতের শুরুতেই লাভের মুখ দেখলো চীনের পর্যটনখাত।

২০২৩-২৪ মৌসুমে সারা দেশে ১৯টি আন্তর্জাতিক ও ৯১টি অভ্যন্তরীণ স্কেটিং প্রতিযোগিতা আয়োজন করেছে চীন। দেখা যাচ্ছে অভ্যন্তরীণ ইভেন্টের সংখ্যা আগের মৌসুমের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ পর্যন্ত।

এফএস