কিমের উপস্থিতিতেই দূরপাল্লার ক্রুজ মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার ক্রুজ মিসাইল পরীক্ষা
এশিয়া
বিদেশে এখন
0

পরমাণু অস্ত্র সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে দূরপাল্লার ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গতকালের (রোববার, ২৮ ডিসেম্বর) এ মহড়ায় উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ার পশ্চিমে একটি উপদ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। এরপর নিজস্ব কক্ষপথ ঘুরে একেকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন কিম।

আরও পড়ুন:

আগামী বছরের শুরুতে ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার নেতাদের নিয়ে একটি সম্মেলন বা পার্টি কংগ্রেসের ঘোষণা দিয়েছেন কিম জং উন। এ সম্মেলনকে কেন্দ্র করে দেশের সামরিক ও অর্থনৈতিক অগ্রগতি নিয়ে মাথা ঘামাচ্ছেন তিনি। সম্মেলন থেকে আগামী পাঁচ বছরের পরিকল্পনা ঘোষণা করবে পিয়ংইয়ং।

এসএস