শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাঁপানি, নিউমোনিয়াসহ বেশকিছু শারীরিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
গত শনিবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানায়, পবিত্র পিতার অবস্থা এখনও সংকটজনক। পোপ বিপদমুক্ত নন।
পোপ ফ্রান্সিসের মৃত্যুর ঘোষণায় অ্যাপোস্টোলিক চেম্বারের ক্যামেরলেঙ্গো কার্ডিনাল কেভিন ফারেল বলেন, 'প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সাথে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যু ঘোষণা করছি। আজ সকাল ৭টা ৩৫ মিনিটে রোমের বিশপ ফ্রান্সিস পিতার বাড়িতে ফিরে আসেন। তার সমগ্র জীবন প্রভু এবং তার গির্জার সেবায় নিবেদিত ছিল।'
তিনি বলেন, 'তিনি আমাদের বিশ্বস্ততা, সাহস এবং সর্বজনীন ভালোবাসার সাথে সুসমাচারের মূল্যবোধ মেনে চলতে শিখিয়েছিলেন, বিশেষ করে দরিদ্রতম এবং প্রান্তিক মানুষের পক্ষে। প্রভু যীশুর একজন প্রকৃত শিষ্য হিসেবে তার উদাহরণের জন্য অপরিসীম কৃতজ্ঞতাসহ, আমরা এক এবং ত্রিমূর্তি ঈশ্বরের অসীম করুণাময় প্রেমের কাছে পোপ ফ্রান্সিসের আত্মাকে শ্রদ্ধা জানাই।'
এর আগে বেশ কয়েকদিন ব্রঙ্কাইটিসে আক্রান্ত হলে পোপকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অ্যাগোস্টিনো জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর পোপ ফ্রান্সিসের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে এবং ১৮ ফেব্রুয়ারি দ্বিপাক্ষিক নিউমোনিয়া রোগ নির্ণয় করেন। সেখানে ৩৮ দিন থাকার পর পোপ তার সুস্থতার জন্য নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় তার ভ্যাটিকান বাসভবনে ফিরে আসেন।
২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হন পোপ ফ্রান্সিস। তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন। গত এক হাজার বছরে পোপ ফ্রান্সিসই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না হওয়া সত্ত্বেও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে পৌঁছেছেন।