সৌদি আরবের বিভিন্ন শহরে স্বস্তির বৃষ্টি

পরিবেশ ও জলবায়ু , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

তীব্র তাপপ্রবাহের পর সৌদি আরবের মক্কাসহ বিভিন্ন শহরে নেমেছে স্বস্তির বৃষ্টি। এতে প্রশান্তি ফিরেছে হাজিদের মধ্যে।

গত কয়েকদিন ধরে ৪০ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস উঠানামা করছিলো দেশটির তাপমত্রার পারদ। এতে হজের পালনে নাভিশ্বাস অবস্থা দেখা যায় হাজিদের মধ্যে। তাই দেড়িতে হলেও বৃষ্টি নামায় খুশি মুসল্লিরা।

এরইমধ্যে তীব্র গরমে হিটস্ট্রোকে বিভিন্ন দেশের বেশ কয়েকজন মুসল্লি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জর্ডান থেকে আসা ১৪ হাজি হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছে বলে দাবি দেশটির সরকারের। নিঁখোজ রয়েছে আরও কয়েকজন হাজি।