সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২২

বোমা হালার পর গির্জার ভেতরের অবস্থা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক।

বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল (রোববার, ২২ জুন) ডুয়েইলা এলাকার একটি গ্রিক অর্থোডক্স গির্জায় এ হামলা চালানো হয়। প্রার্থনা চলার সময় এক ব্যক্তি গির্জায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে পরে নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়।

কর্তৃপক্ষ বলছে, হামলাকারী আইএসের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও এখন পর্যন্ত আইএস এ হামলার দায় স্বীকার করেনি।

গেল ডিসেম্বরে বিদ্রোহীগোষ্ঠীর হাতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর রাজধানী দামেস্কে এটাই প্রথম আত্মঘাতী হামলা। যদিও অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বারবার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে আসছেন।

এসএস