আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে ছেড়ে যাওয়া প্রাইভেট বিজনেস জেটটি উড্ডয়নের কিছুসময় পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আঙ্কারা থেকে ৭৪ কিলোমিটার দূরে হাইমানা জেলার কাছে মেলে বিমানের ধ্বংসাবশেষ।
সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করতে তুরস্ক সফরে গিয়েছিলেন লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদ ও তার সঙ্গীরা। বিধ্বস্ত বিমানটি লিবিয়া সরকারের ভাড়া করা বিমান ছিল।
এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।





