ট্রাম্প-কার্নির বৈঠক মঙ্গলবার

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

আগামী মঙ্গলবার (৬ মে) ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আলোচনা হবে পাল্টাপাল্টি আরোপিত শুল্ক ইস্যুতে। এদিকে প্রথমবারের মতো কানাডায় নতুন সরকারের পার্লামেন্ট অধিবেশনে যোগ দিচ্ছেন ব্রিটেনের রাজা ও রানি। শিগগিরই ঘোষণা করা হবে কারা থাকছেন নতুন মন্ত্রিসভায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নিয়ে শুরুতেই কানাডার ওপর চাপিয়ে দেন বাণিজ্য শুল্ক। এরপর অটোয়াও পাল্টা শুল্ক চাপায় ওয়াশিংটনের ওপর। যা নিয়ে দুই দেশের সম্পর্কে দেখা দেয় টানাপড়েন।

মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদ মিটিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। ডোনাল্ড ট্রাম্পও একই সুরে কথা বলেন গণমাধ্যমে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রথমবারের মতো আলোচনায় বসতে যাচ্ছেন দুই নেতা।

ওয়াশিংটন ডিসিতে দুই নেতার আলোচনার প্রধান উপজীব্য শুল্ক ইস্যুর সুরাহা। পাশাপাশি অর্থনৈতিক সমস্যা সমাধানেও এক হয়ে কাজ করার বিষয়েও আগ্রহী দুই নেতা।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ‘আমি খুব দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চাই দেশের জন্য গুরুত্বপূর্ণ নানা ইস্যুর জন্য। অতীতের মতো সম্পর্ক আর নেই। প্রশ্ন হচ্ছে, আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কী হবে? মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা। আলোচনা করবো বাণিজ্যিক চাপ, অর্থনৈতিক সমঝোতা আর নিরাপত্তা নিয়ে। আমার সরকার চেষ্টা করবে কানাডার জন্য যেই চুক্তি সঠিক হয়, সেটি করা।’

এদিকে, ৬৮ বছর পর এই প্রথম ব্রিটেনের রাজা-রানি কানাডার পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে অংশ নিচ্ছেন।

বাকিংহাম প্যালেস ঘোষণা করেছে রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা ২৬ মে কানাডায় পৌঁছাবেন এবং ২৭ মে অটোয়ায় পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন, যেখানে রাজা তৃতীয় চার্লস ভাষণ দেবেন।

এই সফরটি ঐতিহাসিক, কারণ ১৯৫৭ সালের পর এই প্রথম কোনো ব্রিটিশ রাজা বা রানি কানাডার পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে অংশ নিচ্ছেন।

এদিকে, অটোয়া থেকে নির্বাচনে পরাজিত বিরোধীদলীয় নেতা পিয়ের পলিয়েভ আলবার্টার একটি আসনে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন। নিজ দলের একজন এমপি তার জন্য আসনটা ছেড়ে পদত্যাগ করেছেন। এতে আবারও পার্লামেন্টে যাওয়ার সুযোগ হচ্ছে তার।

এসএস