ট্রুথ সোশ্যালে পোপ হিসেবে ট্রাম্পের এআই ছবি প্রকাশ

ট্রুথ সোশ্যালে প্রকাশিত এআই নির্মিত ভুয়া ছবি
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নিজের ছবি পোপের অবয়বে তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ছবিতে দেখা যায়, ট্রাম্প পুরোপুরি পোপের মতো সাদা পোশাকে একই ভঙ্গিতে চেয়ারে বসে আছেন এক আঙ্গুল তুলে। হোয়াইট হাউজের সোশ্যাল মিডিয়া আইডি দিয়ে শুক্রবার এই ছবি শেয়ারও করা হয়েছে। এর আগেও সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, তিনি পোপ হতে চান।

সারাবিশ্ব থেকে কার্ডিনালরা ভ্যাটিকান সিটিতে আসতে শুরু করেছেন ক্যাথলিক চার্চে পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচিত করতে। এমন সময় এই ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশে পর ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ক্যাথলিকরা।

নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছেন বিশ্বাস নিয়ে ব্যঙ্গ করার অভিযোগে।

এএইচ