যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২১

টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড বাড়িঘর
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম অংশে ভয়াবহ টর্নেডোর আঘাতে নিহত হয়েছেন অন্তত ২১ জন। এদের মধ্যে কেনটাকি অঙ্গরাজ্যে ১৪ জন এবং মিসৌরিতে ছয়জন প্রাণ হারিয়েছেন।

এছাড়া ইলিনয় ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যেও ঘরবাড়ি ও বিদ্যুৎ সংযোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টর্নেডোর তাণ্ডবে বিদ্যুৎবিহীন হয়ে আছে ১২টি অঙ্গরাজ্যের সাত লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।

যার মধ্যে মিসৌরি ও কেনটাকিতে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। শুধু মিসৌরিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ হাজার ভবন। মিসৌরি ও কেনটাকিতে আঘাত হানার পর টর্নেডোটি দুর্বল হয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে।

যার ফলে এখনও ঝুঁকির মধ্যে আছে প্রায় দুই কোটি বাসিন্দা।

এসএস