নিউ ইয়র্কে দিনেদুপুরে সশস্ত্র ডাকাতি, নিরাপত্তারক্ষীর অস্ত্রসহ ৩ লাখ ডলার লুট

নিউইয়র্কে ডাকাতি
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

নিউ ইয়র্ক সিটির কুইন্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ব্রিঙ্কস কোম্পানির একটি আর্মড ট্রাকে প্রকাশ্যে হামলা চালিয়ে প্রায় তিন লাখ মার্কিন ডলার লুট করে নিয়েছে সশস্ত্র ডাকাতরা। এসময় নিরাপত্তারক্ষীর ব্যক্তিগত অস্ত্রটিও ছিনিয়ে নিয়ে গেছে।

গতকাল (সোমবার, ২ জুন) সকালে স্থানীয় সময় আনুমানিক ৮টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। ব্রিঙ্কসের নিরাপত্তা ট্রাকটি কুইন্সের সেন্ট অ্যালবানস এলাকার লিন্ডেন বুলেভার্ড এবং ২০৫ স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত ব্যাংক অব আমেরিকার সামনে পার্ক করা ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হঠাৎ করেই দুজন অস্ত্রধারী ব্যক্তি ট্রাকটির কাছে এসে নিরাপত্তাকর্মী ও চালককে লক্ষ্য করে অস্ত্র তাক করে। এসময় নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ডাকাতরা ট্রাক থেকে তিনটি টাকার ব্যাগ নিয়ে যায়। প্রতিটি ব্যাগে গড়ে এক লাখ ডলার করে ছিল বলে ব্রিঙ্কস কর্তৃপক্ষ জানিয়েছে। একইসাথে তারা ট্রাকের দায়িত্বে থাকা ৬২ বছর বয়সী নিরাপত্তারক্ষীর সার্ভিস রিভলভারটিও কেড়ে নেয়। পরে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

নিউইয়র্ক পুলিশ বিভাগ-এনওয়াইপিডি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও ট্রাফিক ক্যামেরার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, এই ডাকাতি একটি সুপরিকল্পিত অপরাধ। জনগণের সহযোগিতায় শিগগিরই সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানায় পুলিশ।

এই ঘটনার পর নিউইয়র্কে ব্যাংক ও অর্থ পরিবহন ট্রাকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যাংক এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যেভাবে দিনের আলোয় এত বড় অঙ্কের অর্থ লুট করা হয়েছে, তা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

চলতি বছরে নিউইয়র্কে এর আগেও কয়েকটি ব্রিঙ্কস ট্রাক বা অর্থ পরিবহন গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। নিউইয়র্কের মতো উচ্চ নিরাপত্তার শহরে এমন দুঃসাহসিক ডাকাতি কেবল শহরবাসীকেই নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরও ভাবিয়ে তুলেছে।

এসএস