নিউ ইয়র্কে ম্যানহাটনে ভয়াবহ গুলিবর্ষণে হামলাকারীসহ নিহত ৬

বন্দুকধারীর নাম শেন ডেভন তামুরা
উত্তর আমেরিকা
বিদেশে এখন
1

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে একটি বহুতল ভবনে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছে। যিনি শেষ পর্যন্ত নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। এই মর্মান্তিক ঘটনার ফলে শহরজুড়ে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় মিডটাউনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে অবস্থিত একটি উঁচু অফিস ভবনে রাইফেল হাতে ঢুকে পড়ে হামলাকারী। ভবনটিতে ব্ল্যাকস্টোন, কেপিএমজি এবং এনএফএল-এর মতো নামী প্রতিষ্ঠানগুলোর অফিস রয়েছে। ঘটনার সময় ভবনের ভেতরে ও আশপাশে অবস্থানরত লোকজন আতঙ্কে প্রাণভয়ে ছুটোছুটি করতে থাকেন।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, বন্দুকধারীর নাম শেন ডেভন তামুরা (২৭), যিনি লাস ভেগাসের বাসিন্দা। পুলিশ জানায়, সে একাই হামলা চালায় এবং পরে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করে। নিহতদের মধ্যে একজন এনওয়াইপিডি কর্মকর্তা ও চারজন সাধারণ নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলার পেছনে তামুরার উদ্দেশ্য কী ছিল, তা এখনও নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, তারা হামলাকারীর অতীত কর্মকাণ্ড ও আগ্রহ বিশ্লেষণ করে সম্ভাব্য উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছে।

ঘটনার সময় ভবনের আশপাশে অবস্থানরত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী নেকেইশা লুইস বলেন, ‘সেকেন্ডের মধ্যে পরিস্থিতি যুদ্ধক্ষেত্রের মতো হয়ে ওঠে। গুলির শব্দ, কাচ ভাঙার আওয়াজ, লোকজনের চিৎকার- সব মিলিয়ে ভয়ানক অভিজ্ঞতা ছিল।’

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘এটি ছিল একক বন্দুকধারীর কাজ এবং তাকে নিরস্ত করা হয়েছে।’

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন্দুকধারীর মৃত্যুর পর এলাকাজুড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে জনতা।

এদিকে নিউ ইয়র্কের কংগ্রেস সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কেপিএমজি যুক্তরাষ্ট্র শাখা এক বিবৃতিতে জানায়, ‘এই ভয়াবহ ঘটনার শিকারদের ও তাদের পরিবারগুলোর প্রতি আমাদের হৃদয়সম্মত সমবেদনা। ভবনের নিরাপত্তা কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাহসিকতার জন্য আমরা কৃতজ্ঞ।’

এসএস