যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় ১ শিক্ষার্থী নিহত, আহত আরও ১

কেনটাকি স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাস
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) কেনটাকি স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছেন একজন। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

হামলায় প্রাণ হারানো ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এদিকে, এ ঘটনায় এরইমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি তারা।

আরও পড়ুন:

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, সন্দেহভাজন হামলাকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। এর আগে, গেল নভেম্বরে হোয়াইট হাউজের সামনে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলি চালায় এক সন্দেহভাজন আফগান অভিবাসী।

ইএ