গ্রিনল্যান্ডে রাশিয়ার হুমকি মোকাবিলায় কিছু করার সময় এসেছে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প, গ্রিনল্যান্ড
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ন্যাটো বার বার বলার পরও গ্রিনল্যান্ডের নিরাপত্তা দিতে পারছে না ডেনমার্ক। সেজন্য অঞ্চলটিতে রাশিয়ার হুমকি মোকাবিলায় এখন কিছু করার সময় এসেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি একথা জানান।

এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক আরোপের নিন্দা জানিয়েছেন ইউরোপীয় নেতারা। রোববার এক যৌথ বিবৃতিতে মার্কিন শুল্ক আরোপের শিকার আট দেশ আর্কটিক অঞ্চলটির স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি পুনরায় সংহতি প্রকাশ করেন।

আরও পড়ুন:

অঞ্চলটির নিরাপত্তা বাড়াতেও ফের সম্মতি জানিয়েছে দেশগুলো। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিষয়টি আলোচনায় বৃহস্পতিবার জরুরি আলোচনায় বসবে ইউরোপীয় ইউনিয়ন।

এছাড়া ইউরোপিয়ানরা প্রতারিত হতে চায় না বলে পৃথক ফেসবুক বার্তায় জানান ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন।

এসএস