কলম্বিয়ার ৩৪ সেনা সদস্যকে অপহরণ করেছে বিদ্রোহী গোষ্ঠী

কলম্বিয়ার সেনা সদস্য
দক্ষিণ আমেরিকা
বিদেশে এখন
0

কলম্বিয়ার অন্তত ৩৪ জন সেনা সদস্যকে অপহরণ করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী কলম্বিয়া বিপ্লবী সশস্ত্র বাহিনী।

দক্ষিণ-পূর্ব কলম্বিয়ার একটি জঙ্গলে সেনাবাহিনী সঙ্গে সংঘর্ষে জড়ায় সশস্ত্র গোষ্ঠীটি। এসময় তারা ১১ জন গেরিলাসহ ৩৪ সেনাকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ।

আরও পড়ুন:

গেল মঙ্গলবার (২৬ আগস্ট) কলম্বিয়ার গুয়াভিয়ার প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে এ সংঘর্ষ হয়। এ অঞ্চলটি মাদক পাচারের কৌশলগত করিডোর এবং কোকেন তৈরির কেন্দ্র হিসেবে পরিচিত।

২০১৬ সালে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী সরকারের সঙ্গে শান্তি চুক্তিতে আসতে অসম্মতি জানায়।

এসএস