শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

দিনাজপুর
এখন জনপদে
আইন ও আদালত
0

দিনাজপুরের হিলিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হারুনের অপসারণের দাবিতে বন্দরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় বন্দরের সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসের দেড় ঘণ্টা পর সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা।

আজ (রোববার, ২৬ জানুয়ারি)) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা বন্দরের চারমাথা মোড়ে এসে রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেও কোনো সমাধান মিলে না। তিনি ছাত্রীদের শরীরের হাত দেয় এবং নানা রকম কুপ্রস্তাব দেয়। তার বিরুদ্ধে অভিযোগ দিলে হোয়াটসঅ্যাপে গুম করার হুমকি দেন তিনি। তাই আজ আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমরা চাই দ্রুত প্রধান শিক্ষকের অপসারণ করা হোক।

ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এসময় তিনি বলেন, 'আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছি আশা করি দ্রুত এর একটা সমাধান হবে।'

সেজু