আজ (সোমবার, ১০ মার্চ) কমিশনার আলমের বড় ছেলে আবু সাঈদ চৌধুরী হিমু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পত্রে আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরী, বাহাউদ্দিন নাছিম, কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল হোসেন, র্যাবের কমান্ডার সোহায়েল, শেরে বাংলা নগর থানার তৎকালীন ওসি রিয়াজুল ইসলাম, ইসমাইল চৌধুরী সম্রাটসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।
২০১০ সালের ২৫ জুন দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম নিখোঁজ হন। পরে তার পরিবার শেরে বাংলা নগর থানায় একটি অপহরণের মামলা করেছিল।