বান্দরবানে বিএনপির অফিসে হামলা-ভাঙচুর

বান্দরবান
এখন জনপদে
আইন ও আদালত
0

বান্দরবানে ওয়ার্ড বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল (সোমবার, ৮ এপ্রিল) গভীর রাতে শহরের কালাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির অফিসের তালা ভেঙে হামলা চালায় দুর্বৃত্তরা।

এ সময় অফিসের আসবাবপত্র লুট এবং বিএনপি চেয়ারপারসনসহ তারেক রহমান ও জেলা বিএনপি নেতাদের ছবি ভাঙচুর করে দুর্বৃত্তরা। 

ভাঙচুর করে চলে যাওয়ার সময় তারা পার্শ্ববর্তী দেয়ালে জয় বাংলা স্লোগান এবং শেখ হাসিনার সরকার বারবার দরকার এমন স্লোগান লিখে যান।

বিএনপি নেতাদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাসের নেতৃত্বে তাদের অফিসে এ হামলা চালানো হয়।

এদিকে খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ কালাঘাটা এলাকায় বিএনপির অফিস পরিদর্শন করেন। 

এ সময় তারা বিএনপি নেতাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান।

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) শহিদুল্লাহ কাওছার বলেন, বিএনপির অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এসএইচ