সাবেক শিল্পমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আইন ও আদালত
0

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনসহ তার স্ত্রীর বিরুদ্ধে। এছাড়া জনতা ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও তার স্ত্রীর নামে প্রায় নয় কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও ১০২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এমন অভিযোগের প্রেক্ষিতে মামলা করেছে দুদক।

এদিন জনতা ব্যাংক থেকে ১১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সুপ্রভ মীলাঞ্জ স্পিনিং মিলের এমডি জালাল উদ্দীনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এছাড়াও বিজিএমই এর সাবেক সভাপতি কুতুব উদ্দিন এবং তার স্ত্রী সন্তানের হিসাবের তথ্য চেয়ে ৬৩ ব্যাংকে চিঠি দিয়েছে সংস্থাটি।

এসএস