আলোচিত শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

দেশে এখন
আইন ও আদালত
0

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’কে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামানের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানার ওসি তদন্ত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শিশু আইনের ৭০ ধারায় শারমিন শিলার বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে শিশুকে আঘাত, উৎপীড়ন ও অশালীনভাবে প্রদর্শন করার অভিযোগ করা হয়েছে।

এর আগে, গেল বুধবার রাতে ক্রিম আপার বিরুদ্ধে আশুলিয়া থানায় শিশু আইনে মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জামান।

এএইচ