এসময় নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের ব্যত্তয়কৃত অংশ এবং রাস্তার জায়গা না রেখে রাস্তার উপর ভবন নির্মাণ করায় একটি দুই তলা ও একটি এক তলা ভবনের ব্যত্তয়কৃত অংশ ভেঙ্গে দেয়া হয়।
এছাড়া রাজউকের অনুমোদন ও নকশা ব্যতিরেকে নির্মাণাধীন একটি পাঁচ তলা ভবন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে চারটি ভবনের মালিকদের কাউকে না পাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ মিটার জব্দ করা হয়। একই সাথে সবগুলো ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন।
অনুমোদন, নকশা ও নিয়ম বহির্ভূতভাবে নির্মাণাধীন সকল ভবনের বিরুদ্ধে রাজউকের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।