সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৩১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

সুনামগঞ্জ
জব্দকৃত শাড়িসহ বিজিবি সদস্যরা
এখন জনপদে
আইন ও আদালত
0

সুনামগঞ্জে সীমান্ত এলাকা থেকে ৩৩০ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। আজ (বুধবার, ৭ মে) সকালে বিপুল পরিমাণ এ শাড়ি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

সুনামগঞ্জ ২৮ বিজিবির তথ্য মতে, জেলার সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ শাড়ি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি।

এসময় সীমান্তের মালাই গাঁও এলাকা থেকে ৩৩০ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। যার বাজার মূল্য প্রায় ৩১ লাখ ৩৫ হাজার টাকা।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘ঈদকে সামনে রেখে চোরাচালান তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

এএইচ