কুষ্টিয়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা

ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
এখন জনপদে
আইন ও আদালত
0

কুষ্টিয়ায় অভিযান পরিচালনা করে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (মঙ্গলবার, ১৩ মে) দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এসময় লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা করায় পিওর ডায়াগনস্টিককে ৩০ হাজার ও অনিয়ম-প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ডলফিন ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজারসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, ‘অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ থাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ