মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে রিটের শুনানি শুরু

ইশরাক হোসেন
আইন ও আদালত
0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটের শুনানি শুরু হয়েছে। আজ (মঙ্গলবার, ২০ মে) দুপুর ১টায় হাইকোর্ট বেঞ্চে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে রিটের শুনানি শুরু হবে।

রিটে বলা হয়েছে, ২০২০ সালের নির্বাচনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ভোটে পরাজিত করা হলেও নির্বাচনী ট্রাইব্যুনাল গত ২৭ মার্চ তাকে মেয়র ঘোষণা করে। এই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে। তবে আইনি জটিলতা থাকার কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ গ্রহণ স্থগিত রাখে। এ বিষয়ে হাইকোর্টের নজরদারিতে রিট করা হয়েছে এবং বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।


এনএইচ