আজ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ঢাকা জেলার কামরাঙ্গীরচর সেনা ক্যাম্প থেকে সেনাদের একটি দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
এসময় স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর অভিযানকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেন।
এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়াও যে কোনো ধরনের অপরাধ কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়।—প্রেস বিজ্ঞপ্তি