আবু সাঈদ হত্যা: ১৪ জুলাই তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন ও আদালত
0

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৪ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (রোববার, ১৫ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এ ছাড়া, গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যা এবং যাত্রাবাড়ীতে ইমাম হোসেন তাঈম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল ১৭ আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় ৯ পুলিশ সদস্যসহ ১১ জনকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

আজ সকাল ১০টায় রংপুরে আবু সাঈদ হত্যা মামলার চার আসামি, গাজীপুরের কোনাবাড়ীতে হৃদয় হত্যা মামলার পাঁচ আসামি এবং যাত্রাবাড়ীতে ইমাম হোসেন তাঈম হত্যা মামলার দুই আসামিসহ মোট ১১ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

গাজীপুরের কোনাবাড়িতে কলেজছাত্র হৃদয় হত্যার অভিযোগে গ্রেপ্তার আছেন সাবেক ওসি আশরাফ উদ্দিন ও শফিকুল ইসলাম এবং তিন কনস্টেবল আকরাম হোসেন, ফাহিম হাসান ও  মাহমুদুল হাসান সজিব। 

এ ছাড়া, রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার আছেন এসআই আমির হোসেন, কন্সটেবল সুজন চন্দ্র রায়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ইমরান হোসেন আকাশ। 

আর যাত্রাবাড়ীতে ইমাম হোসেন তাঈম হত্যা মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসান গ্রেপ্তার আছেন।

এসএইচ