সাবেক র‍্যাব পরিচালক সোহায়েলকে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মোহাম্মদ সোহায়েল
আইন ও আদালত
0

অপহরণ ও গুমের মামলায় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (বুধবার , ১৮ জুন) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

২০১২ সালে ধানমন্ডি থেকে ছাত্রশিবিরের নেতা গোলাম মর্তুজা নিহিমকে অপহরণ ও পরে ৪৭ দিন গুমের মামলায় গ্রেপ্তার হলেন সাবেক এই র‍্যাব কর্মকর্তা।

এদিকে জুলাই আন্দোলনকারীদের ড্রোন দিয়ে খোঁজা অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক ও র‍্যাবের সাবেক ডিজি হারুন অর রশীদের বিরুদ্ধে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এ ছাড়া মিরপুর এলাকার গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার এস এম মায়নুলের সাথে আসামি করা হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে। আগামী ১৫ সেপ্টেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়োছে।

এসএস