রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় হাবিবুল আউয়ালকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে ৩ দিনের রিমান্ডে নিতে অনুমতি দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, দায়িত্বে থাকা অবস্থায় প্রহসনের নির্বাচন পরিচালনার মাধ্যমে তিনি জনগণের ভোটাধিকারকে হরণ করেছেন। ‘দিনের ভোট রাতে করে’ নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে জনগণের আস্থা হারানোর পেছনে তার ভূমিকা রয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।
বেলা ১২টা ৫০ মিনিটের দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
আরো পড়ুন:
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
শুনানিতে হাবিবুল আউয়াল আদালতকে বলেন, ‘আমার জীবনে কখনোই অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ ওঠেনি৷ আমি স্বীকার করি ডামি নির্বাচন হয়েছে, প্রহসনের নির্বাচন হয়েছে। তবে এতে কমিশনাররা দায়ী না। আমাদের কোনো উপায় ছিল না।’
এর আগে, গতকাল (বুধবার, ২৫ জুন) সকালে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি টিম।