আজ (সোমবার, ৩০ জুন) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।
এ ছাড়া ধানমন্ডি, কোতোয়ালি ও যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি মমতাজ বেগম এবং নোয়াখালীর সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরও আজ আদালতে হাজির করে তদন্ত সংশ্লিষ্ট আবেদন জানায় পুলিশ।
রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশ দেন।