আশুলিয়ায় হত্যার পর মরদেহ পোড়ানো: আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল

শনাক্তকৃত দুই পুলিশ সদস্য ও ভ্যানে রাখা মরদেহ
আইন ও আদালত
0

আশুলিয়ায় হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানো মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ অভিযোগ দাখিল করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ এ আজ (বুধবার, ২ জুলাই) বেলা ১১টার পর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ২৪ জুন এ মামলার শুনানির জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল ১। গত ১৯ জুন তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। প্রতিবেদনে সাভারের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়। ৬ জনকে গুলি করে হত্যা ও লাশ পোড়ানার বেশ কয়েকজন পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা রয়েছে।

আজ সকাল এ মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ, ডিবির পরিদর্শক আরাফাতসহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

প্রসিকিউশন জানায়, নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

এএইচ