বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ দ্বিতীয় দিনের মতো অভিযোগ গঠনের শুনানি হবে।
এর আগে, ২৯ জুন রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করেন। আজ আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করবেন।
২৯ জুন শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, ‘২০২৪ সালের ৫ আগষ্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসা ছাত্র জনতার ওপর চাঁনখারপুলে গুলি চালায় পুলিশ। এসময় পুলিশের গুলিতে নবম শ্রেণির শিক্ষার্থী আনাসসহ ছয়জন মারা যান।’
ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীসহ আট পুলিশ সদস্য মানবতাবিরোধী অপরাধের এই মামলার আসামি। গ্রেপ্তার আছেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ, তিন পুলিশ কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও নাসিরুল।
আর হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের বরখাস্ত হওয়া ডিসি আখতারুল ইসলামসহ চার আসামি পলাতক আছেন।