শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি মামুন

জুলাই গণহত্যার দায় স্বীকার

শেখ হাসিনা ও সাবেক আইজিপি মামুন
আইন ও আদালত
2

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি বলেন, ‘আমি জুলাই হত্যাকাণ্ডের অপরাধের সঙ্গে জড়িত। আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।’

তার এই স্বীকারোক্তির পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ মামলার অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করেন। অপর দুই সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আরও পড়ুন

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘সাবেক আইজিপি মামুন অপরাধের দায় স্বীকার করেছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। শুধু হত্যা নয়, মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।”

তিনি জানান, মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে ৪ আগস্ট থেকে। তার আগের দিন, ৩ আগস্ট উপস্থাপন করা হবে সূচনা বক্তব্য। তবে ভারত সরকার সাড়া না দেয়ায় এখনো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলেও জানান প্রসিকিউটর।

চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এখন থেকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হবে এবং তিনি কারাগারেই থাকবেন বলে জানায় ট্রাইব্যুনাল।

এনএইচ