ক্ষমা চাইতে যুগান্তর সম্পাদককে বিএনপির আইনি নোটিশ

বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল
দেশে এখন
আইন ও আদালত
0

‘বিএনপির চাঁদার বলি ব্যবসায়ী সোহাগ’ এমন সংবাদের জেরে আগামী ৫ দিনের মধ্যে যুগান্তর সম্পাদককে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আজ (রোববার, ১৩ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘যুগান্তর পত্রিকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সরাসরি বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করেছে। অথচ পুলিশ বারবার বলে আসছে ব্যবসায়িক দ্বন্দ্ব, কিন্তু যুগান্তরে বলা হয়েছে বিএনপির চাঁদাবাজি এর সাথে জড়িত।’

স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি বিএনপিকে টার্গেট করে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ‘বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড দল নয়, অন্য দলে আশ্রয় গ্রহণ করে বিএনপি নেতাকর্মীরা পরে আত্মপ্রকাশ করে না।’ গণতন্ত্রে আস্থা রেখে টার্গেট প্রোপাগান্ডা বন্ধ করার আহ্বান জানান তিনি।

এএইচ