সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের আনুষ্ঠানিক বিচার শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন ও আদালত
0

চব্বিশের ৫ আগস্ট চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১।

আজ (সোমবার, ১৪ জুলাই) এ আদেশ দেন বিচারপতি গোলাম মতুর্জা মজুমদারের নেতৃত্ব ৩ সদস্যের ট্রাইব্যুনাল -১।

মামলার সূচনা বক্তব্য ১০ আগস্ট, সাক্ষ্যগ্রহণ ১১ আগস্ট থেকে নির্ধারণ করা হয়।

এদিন রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও মিরপুর জাহাজ বাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যার মামলায় ১৪ সেপ্টেম্বর ও সাভারের আসহাবুল ইয়ামিনসহ ২২ জনকে হত্যার ঘটনায় ১২ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এদিকে গুমের মামলায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেক সাঈদ, মাসুদ রানা ও আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

এনএইচ