অর্থপাচার মামলায় বিএসবি গ্লোবাল চেয়ারম্যানের ১০ দিনের রিমান্ড

বিএসবি গ্লোবালের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার
আইন ও আদালত
0

গুলশান থানার অর্থপাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ছানাউল্যাহ।

এদিন, দুপুরে রাজধানীর সিএমএম কোর্টে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে, শুনানি শেষে আদালত দশ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন; এসময় আসামি পক্ষ উপস্থিত থাকলেও শুনানিতে কথা বলে নি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন।

এদিকে, বাশারকে আদালতে হাজির করার খবরে সিএমএম কোর্ট প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ক্ষতিপূরণসহ অভিযুক্ত বাশার ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এএইচ