রিটকারী আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ।
আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘কুমিল্লা সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবীদ্বার ও মুরাদনগর উপজেলায় গোমতী নদীর দুই পাড়ে তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের লোকেরা দখল করে বাড়ি-ঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন। বিষয়টি আমার নজরে এলে ২০২১ সালে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট আবেদন করি। অবশেষে আজ রিটের নিষ্পত্তি হলো।’
আগামী ছয় মাসের মধ্যে গোমতী নদীর দুই পাশে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আদালতকে অবহিত করা নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতের এই আদেশের কার্যক্রম শুরু হবে প্রত্যাশা করি।—বাসস