আজ (সোমবার, ৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদেশে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে (ডিসি) মরদেহ উত্তোলন কার্যক্রমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।
আরও পড়ুন:
সম্প্রতি মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. মাহিদুল ইসলাম মরদেহ উত্তোলন চেয়ে এ আবেদন করেন। নিহতরা সবাই জুলাই-আগস্টে বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে, নির্যাতনে অথবা নিখোঁজ হয়ে মারা যান বলে অভিযোগ রয়েছে।
মামলার তদন্তকারী সংস্থা জানিয়েছে, এসব মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। এরই মধ্যে ঢাকার সাভার, টঙ্গী, কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকা চিহ্নিত করা হয়েছে যেখানে জুলাই নিহতদের কবরের সন্ধান পাওয়া গেছে।