সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

আদালত প্রাঙ্গনে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
আইন ও আদালত
0

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় বাতিল ও জামিন চেয়ে করা আবেদন শুনানি আগামী অক্টোবরে নির্ধারণ করেছেন হাইকোর্ট।

আজ (রোববার, ১৭ আগস্ট) সকালে বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে সময় চান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের আইনজীবী।

এসময় অ্যাটর্নি জেনারেল জানান, আবেদনকারী সময় চাইলে রাষ্ট্রপক্ষের আপত্তি নেই, তবে শুনানির তারিখ যেন কিছুটা দূরে দেয়া হয়। পরে আদালত শুনানির দিন অক্টোবর মাসে ঠিক করেন।

এর আগে, গত ৭ আগস্ট খায়রুল হক এই মামলায় জামিন আবেদন করেন, যা ১১ আগস্ট হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় আসে। ওইদিন শুনানির সময় রাষ্ট্রপক্ষ সময় চাইলে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উপস্থিত আইনজীবীরা জানান, একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে পুলিশ খায়রুল হককে গ্রেপ্তার করে। পরে তাকে যাত্রাবাড়ীর যুবদলকর্মী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলার পাশাপাশি সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে রায় জালিয়াতিসহ আরও তিনটি মামলা চলছে।

এনএইচ